আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম চন্দনাইশ রায়জোয়ারা স্কুলে পিইসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ ১২ নভেম্বর সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আবু তৈয়ব কোম্পানীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনি। বিশেষ অতিথি ছিলেন মেম্বার ইস্কান্দর, মো. আব্দুর রহিম, জামালুর রহমান খান, ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাশ, দোহাজারী ৮নং ওয়ার্ড আ.লীগ সভাপতি দেলোয়ার হোসেন, হারুন-অর-রশিদ, শিক্ষিকা রুমি চক্রবর্তী, ফাহমিদা মাহমুদ প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু কান্তি দাশ। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে মানপত্র পাঠ করেন নাজমা আক্তার। বিদ্যালয়ের অভিভাবক সদস্য হারুনুর রশিদের ব্যক্তিগত অর্থায়নে বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা উপকরণ দেয়া হয়। অনুষ্ঠানে ২০১৭ সালের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ