আজ : বৃহস্পতিবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুই শতাধিক কবিকে নিয়ে বগুড়ায় দিনব্যাপী সাহিত্য উৎসব

দেশচিন্তা ডেস্ক: জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কবিতা উৎসব পালিত হ‌য়ে‌ছে। আয়োজনে সারাদেশের দুই শতা‌ধিক ক‌বিতা নি‌য়ে আন‌ন্দে মা‌তে ক‌বিগণ।

শুক্রবার (২২ আগস্ট) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে কবিতা উৎসবের উদ্বোধন করেন আয়োজনের প্রধান অতিথি বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। এতে প্রধান আলোচক ছি‌লেন জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী।

অনুষ্ঠানের সম্মাননা প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছি‌লেন বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন। বিশেষ অতিথির বক্তব্য রা‌খেন বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, মোফাখ্খারল ইসলাম, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আমজাদ হোসেন খান, জাতীয় কবিতা মঞ্চের সহ-সভাপতি মনজু খন্দকার।

দিনব্যাপী বৈচিত্র্যময় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন। অনুষ্ঠানে কবি ও সাংবাদিক এইচ আলিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সাধারণ সম্পাদক সাদেক হোসেন।

অনুষ্ঠানে বইমেলার উদ্বোধন, তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা বিষয়ক আলোচনা সভা, কবি আড্ডা, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ কাঠপত্রের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে এবারের বগুড়া সাহিত্য উৎসবে কবি ও সম্পাদক প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, কবি ও সম্পাদক জয়ন্ত দেব, কবি ও গল্পকার সাংবাদিক মহসিন রাজু, কবি ও সম্পাদক মাহফুল আখতারকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটিতে বগুড়া, রাজশাহী, রংপুর, পাবনা, ঈশ^রদী, কুষ্টিয়া, নওগাঁ, জয়পুরহাট, ঢাকা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁ, গাইবান্ধাসহ বেশ কয়েকটি জেলার দুইশতাধিক কবি অংশগ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ