আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বান্দরবান থানচিতে কারিতাসের এগ্রো ইকোলজি ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

থানচি (প্রতিনিধি) বান্দরবান:

কারিতাস বাংলাদেশ বান্দরবান থানচি শাখা এগ্রো ইকোলজি ফোরামের মতবিনিময় সভা ৬ নভেম্বর সোমবার সকাল ১১টায় অনুষ্টিত হয় ।
এতে এগ্রো ইকোলজি ফোরামের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম(মৃদল) এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা । এতে মাঠ সহায়ক সুখেন্দু ত্রিপুরার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা ও সদস্য সচিব হাঁদি চন্দ্র ত্রিপুরা ।
বিশেষ অতিথি,থানচি সাস্থ কমপ্লেক্সের সহকারি মেডিকেল অফিসার ইমরান,থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, হিউম্যানটোরিয়ান ফাউন্ডেশন থানচি কো অডিনের্টর সচিব চাকমা, কারিতাস থানচি (ইমলাম) কো অডিনের্টর শ্যামল আসাম , এগ্রো ইকোলজি ফোরামের সদস্য লেখক শহিদুল ইসলাম । কারিতাস থানচি সিনিয়র মাঠ সহায়ক (পেপ) স্বপন চাকমা, মাট সহায়ক জগৎচন্দ্র ত্রিপুরা,মাট সহায়ক সুখেন্দু ত্রিপুরা সহ আরো অনেকে ।
সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে ফোরামের চিত্র প্রদর্ষন করা হয় এবং এগ্রো ইকোলজি ফোরামের উপস্থিত সকলের মুক্ত আলোচনায় ফোরামের উন্নয়নমুলুক কাজে সহযোগিতার আশ্বাস দেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ