
চন্দনাইশ প্রতিনিধি:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর হেকেপ প্রজেক্টের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল (আইকিউএসি) এর অধীনে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও স্টেক হোল্ডারদের জন্য “ÒPost Self Assessment Improvement Plan Sharing” শীর্ষক দিনব্যাপি কর্মশালা বিশ^বিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সেলফ এ্যাসেসম্যান্ট কমিটির প্রধান নুরুল আবছার এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী । আরো উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর অজিত কুমার দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামনান কায়সার, আইকিউএসি এর পরিচালক সৌমেন চক্রবর্তী এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক জাহেদ বিন রহিম। এছাড়া এমপ্লয়ার হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের আইটি ইনফ্রাস্টাকচার এর প্রধান সাইফল ইসলাম মাহিন এবং ইয়ংওয়ান গ্রুপের আইটি প্রধান সুজাত আনোয়ার সিদ্দিকী ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন “বিভাগের সামগ্রিক মানোন্নয়ন জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ প্রয়োজন । তিনি মনে করনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের Post Self Assessment Improvement Plan উক্ত বিভাগের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ”
পরবর্তীতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সেলফ এ্যাসেসম্যান্ট কমিটির প্রধান নুরুল আবছার “ÒPost Self Assessment Improvement Plan ” এর উপর প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সংশ্লিষ্ট বিষয়ের উপর সম্যক ধারণা প্রদান করেন। উক্ত ওয়ার্কশপে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষকগণের পাশাপাশি এমপ্লয়ারস ও এলামনাই এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।