
ফারুকুর রহমান বিনজু, চট্টগ্রাম (পটিয়া) প্রতিনিধি : পটিয়া উপজেলার পৌরসদরে স্টেশান রোডের কামাল বাজারস্থ ২৬ ফেব্রুয়ারী বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে ইয়াবা ও ছোলাই মদ সহ দুই জনকে আটক করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটিয়ার উপ-পরিচালক এ.কে আজাদ বলেন, সোর্সের মাধ্যমে জানতে পারলাম দীর্ঘ দিন ধরে পটিয়া স্টেশান রোডের কামাল বাজারস্থ এলাকায় ফার্নিসার নির্মানের পাশাপাশি অবাধে মদ ও ইয়াবা বিক্রি করছে একটি সিন্ডিকেট।
গোপন সুত্রে খবর পেয়ে উক্ত এলাকায় আমার টিম নিয়ে অভিযান পরিচালনা করে ২৩০পিস ইয়াবা ও ৬৫লিটার ছোলাই মদসহ ২ জনকে আটক করতে সক্ষম হই।আটককৃতরা হলেন,আজিজুল হাকিম রিদয়(২২) পিতা-আমিন হোসেন (মোটা আমিন) পেশা ফার্নিচার নির্মাতা,ভাড়াটিয়া। আরিফুল ইসলাম (২৩),পিতা- তমিজ হোসেন, দক্ষিণ গোবিন্দারখীল। মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।