
মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ জন কে আটকে করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
২৪ জানুয়ারি ( শুক্রবার) উপজেলার বাজালিয়া ইউনিয়নের ভোরবাজার এলাকার ১ নম্বর ওয়ার্ড সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভোরবাজার এলাকার ১ নম্বর ওয়ার্ডের মোঃ নজরুল ইসলামকে (৫৫) আটক করে থানায় প্রেরণ করা হয়েছে।
গোয়েন্দা সংস্থাটি জানায়, গোপন তথ্যে সাতকানিয়ার প্রত্যন্ত অঞ্চলে অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। সাঙ্গু নদী হতে বালু উত্তোলন বন্ধে ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এসময় প্রায় ২৫০ ফুট বালু জব্দ করা হয়েছে।¥
পড়েছেনঃ ১৭০