আজ : বুধবার ║ ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

মনোনয়ন ফরম নিলেন বাসদ ও বাম জোট সমন্বয়ক আল কাদেরী জয়

দেশচিন্তা ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ ও বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার সমন্বয়ক আল কাদেরী জয়।

বুধবার (২৪ ডিসেম্বর) নগরের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিকাল ৩ টায় বাসদ এর নির্বাচনী প্রতীক মই মার্কায় তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। কেন্দ্রীয় রাজনীতির পাঠ চুকিয়ে তিনি চট্টগ্রামে জেলা বাসদের ইনচার্জ হন। সাম্প্রতিক সাধারণ রিকশা শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের কারনে হয়রানি মূলক মিথ্যা মামলায় কারাবরণ শেষে কারানির্যাতিত নেতা হিসাবে রাজপথে গণমানুষের অধিকার আদায়ে রাজপথে সংগ্রামী এই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করে সাংবাদিকদের বলেন,
“বাংলাদেশ এক গভীর সংকটে নিমজ্জিত। তফসিল ঘোষণার পরদিন একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন। দেশের প্রথমসারির গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হয়েছে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীতে ভাঙচুর ও আগুন লাগানো হয়েছে। শিশু আয়েশা ও শ্রমিক দীপুচ দাসকে বর্বরভাবে পুড়িয়ে মারা হয়েছে। প্রতিদিনই মানুষ খুন হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে।

তিনি বলেন, সারাদেশের লাখ লাখ শ্রমজীবী মেহনতী মানুষের জীবন জীবিকাকে হুমকির মুখে ফেলেছে আগের সব সরকারের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও। বৈষম্য বিলোপের কথা বলে তারা ক্ষমতায় আসলেও দেশে ধনী-গরীবের বৈষম্য আরো সুস্পষ্ট হয়েছে। সারাদেশে মব আর অগ্নিসন্ত্রাসে মানুষ মরছে। দেশের মানুষ চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। নির্বাচনের প্রার্থীরাও শঙ্কাতে রয়েছেন।

তিনি বলেন, এমন একটি সংঘাতময় পরিস্থিতিতে প্রথমেই গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ সৃষ্টি জরুরি। নির্বাচনে কালো টাকা, পেশিশক্তি ও ধর্মের রাজনৈতিক ব্যবহার যদি বন্ধ করা যায়; গণতান্ত্রিক পরিবেশ যদি নিশ্চিত করা যায়; সুষ্ঠু ভোট গ্রহণ যদি অনুষ্ঠিত হয়, তাহলে আমরা নির্বাচনে ভালো ফলাফল আশা করি।’

মনোনয়ন ফরম সংগ্রহের সময় আরো উপস্থিত ছিলেন বাসদ-চট্টগ্রাম জেলা শাখার সদস্য হেলাল উদ্দিন কবির, আহমদ জসিম, নাজিম উদ্দীন বাপ্পি, ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা সদস্য সচিব মো: মনির হোসেন, মো. মাসুদ, এড. মাহমুদুল হাসান, এড. নাজমুল হোসেন, মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার সদস্য সুপ্রীতি বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ