
দেশচিন্তা ডেস্ক : সাব কমিটির আহ্বায়ক দৈনিক কর্ণফুলীর নির্বাহী সম্পাদক জনাব মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে আজ সকাল ৮ টায় পরিষদ কার্যালয়ে মাইকিং সেচ্ছাসেবক দের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মিডিয়া সাব কমিটির সমন্বয়ক মুহাম্মদ এনামুল হক এর সঞ্চালনে অনুষ্ঠিত সভায় দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন পরিষদ এর সাংগঠনিক সম্পাদক জনাব সলীমুল্লাহ জামান, প্রচার সাব কমিটির সদস্য জনাব আব্দুল হান্নান, জনাব সাদুর রশীদ চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ উল্লাহ বলেন ” দীর্ঘ এক যুগেরও বেশী আমরা এই চমকপ্রদ আয়োজনে শরীক হতে পারি নাই, আল্লাহর মেহেরবানীতে ছাত্র জনতার পিচ্ছিল রক্তমাখা রজপথে জাতীর উপর চেপে বসা ঐ স্বৈরাচার জগদ্দল পাথর পালানোর পথ উন্মোচন হয়।
ফলে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম পূণরায় মুসলিম জতীর আশা আকাঙ্খা পূরণে শহীদ আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল শুরু করেছে।
তিনি আরো বলেন “আগামীকাল থেকে শহরের প্রতিটি জনপদের কাছে সেই বার্তা পৌছে দেয়ার গুরু দায়িত্ব আপনার উপর ন্যাস্ত করেছে এই পরিষদ, আশা করি আপনারা এই দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিক ও উদগ্রীব হয়ে আছেন।
উক্ত সভায় চট্টগ্রাম মহানগরীর প্রায় ১১ থেকে ১৩টি থানার প্রচার সেবক অংশগ্রহণ করেন।