
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে উপাচার্য দপ্তরে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যার প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহম্মদ। পরবর্তীতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যার প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহম্মদ চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এসময় চবি ক্যাম্পাসের উস্ প্রাইমারি এন্ড হাইস্কুলের শিক্ষার মান উন্নতির বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যার প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহম্মদ এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান। মাননীয় উপাচার্য আগত অতিথিকে নান্দনিক চবি ক্যাম্পাস ঘুরে দেখার ব্যবস্থা করেছেন। আগত অতিথিবৃন্দ মাননীয় উপাচার্যের আন্তরিকতা ও ক্যাম্পাসের সৌন্দর্যে অভিভূত হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণামূলক কার্যক্রম করার আগ্রহ প্রকাশ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উস্ প্রাইমারি এন্ড হাইস্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি, চবি এস্টেট শাখার প্রফেসর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস।










