আজ : শুক্রবার ║ ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে ৩ দিনব্যাপী বিজয় মেলা

দেশচিন্তা ডেস্ক: বিজয়ের মাসে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে খাগড়াছড়ি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী বিজয় মেলার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ।

ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথিরা ঐতিহ্য, সংস্কৃতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরেন।

তিন দিবসব্যাপী এই মেলায় রয়েছে ১৪টি স্টল। স্টলগুলোতে স্থান পেয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, কারুকাজ, নানা স্বাদের পিঠাপুলি, এবং স্থানীয় উদ্যোক্তাদের নিজস্ব সৃষ্টি। ক্রেতা–দর্শনার্থীদের পদচারণায় প্রথম দিনেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। মেলা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, মাইসছড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অভিধা চাকমা, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আনোয়ার কবীর, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ