
দেশচিন্তা ডেস্ক: রাতের আকাশের অজানা রহস্যকে খুব কাছ থেকে দেখার সুযোগ করে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হলো জ্যোতির্বিজ্ঞানভিত্তিক বিশেষ আয়োজন ‘আস্ট্রোনমি টকস অ্যান্ড স্কাই অবজারভেশন ২.০’। চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) ও জ্যোতির্বিজ্ঞানবিষয়ক সংগঠন ‘দূরবিন: দূর বিশ্বের নাগরিক’-এর যৌথ উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দীন। তিনি বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গবেষণা, আধুনিক ল্যাব সুবিধা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ জরুরি। শুধু পাঠ্যপুস্তকনির্ভর বিজ্ঞানচর্চা নয়, হাতে-কলমে পরীক্ষা ও পর্যবেক্ষণের পরিবেশ নিশ্চিত করতে হবে।’
বিজ্ঞানভিত্তিক চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত সেমিনার ও গবেষণামূলক কার্যক্রম বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী এবং রেজাউল করিম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। তিনি ‘বিশ্বতত্ত্ব: আধুনিক বিজ্ঞানে প্রাচীন জিজ্ঞাসা’ শীর্ষক বক্তৃতায় মহাবিশ্বের উৎপত্তি, বিস্তার, গঠন, ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির রহস্যসহ আধুনিক বিশ্বতত্ত্বের নানা দিক তুলে ধরেন। তাঁর মতে, মহাবিশ্বের শুরু, শেষ ও বিস্তৃত পরিসরে জীবনের সম্ভাবনা—এসব প্রাচীন জিজ্ঞাসা আজও বিজ্ঞানকে নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে।
দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা দিনব্যাপী এ আয়োজনে তিনটি ধাপ ছিল বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা এবং রাতের আকাশ পর্যবেক্ষণ। প্রথম পর্বে নক্ষত্রমণ্ডল, মহাবিশ্বের গঠন ও জ্যোতির্বিজ্ঞানের মৌলিক ধারণা নিয়ে একটি ইন্টারেকটিভ সেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জ্যোতির্বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা।
সন্ধ্যার পর শুরু হয় সবার প্রতীক্ষিত টেলিস্কোপে রাতের আকাশ দেখার পর্ব। অংশগ্রহণকারীরা চাঁদের গর্ত, দৃশ্যমান গ্রহ এবং উজ্জ্বল তারামণ্ডল সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পান। টেলিস্কোপ পরিচালনায় সহায়তা করে জ্যোতির্বিজ্ঞান সংগঠন ‘দূরবিন: দূর বিশ্বের নাগরিক’।
সিইউআরএইচএস-এর সভাপতি সানজিদা সিদ্দিকা হক প্রিমার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অইন্দ্রিলা বড়ুয়া। আয়োজকদের প্রত্যাশা, জ্যোতির্বিজ্ঞানভিত্তিক এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল ও গবেষণার আগ্রহ আরও বাড়াবে।

















