আজ : বুধবার ║ ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

সাউদার্ন ইউনিভার্সিটিতে পাকিস্তান সরকারের উদ্যোগে আল্লামা ইকবাল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান সরকারের উদ্যোগে আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ(বৃত্তি) এর চট্টগ্রাম রিজিওনাল এর পরীক্ষা গতকাল মঙ্গলবার সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর বায়েজিদ আরেফিন নগর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এসময় পাকিস্তান উচ্চ শিক্ষা কমিশন এর প্রজেক্ট পরিচালক জেহানজেব খান, সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান , উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান সহ পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পাকিস্তান—বাংলাদেশ নলেজ করিডোরের অংশ হিসেবে পাকিস্তানের উচ্চ শিক্ষা কমিশন (এইচইসি) ডিসেম্বর মাসে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য এ ভর্তি পরীক্ষার আয়োজন করছে। সাউদার্ন ইউনিভার্সিটির পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণের জন্য মোট ১৮৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পাকিস্তানে বিশেষ বৃত্তি সহ বিনা বেতনে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ