
সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমির টপসয়েল কাটায় শনিবার কেরানিহাটে অবস্থিত NBM ব্রিক ফিল্ডকে মোবাইল কোর্টের অভিযানে ম্যানেজার আব্দুর রহমান (৪৯)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।এসময় খননকৃত মাটি আগামী সাত দিনের মধ্যে ভরাট করার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাতকানিয়ায় সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় ছদাহা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতিকে শনিবার (১৮ জানুয়ারী) ছদাহা থেকে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবদুর রহিম জয় (৩১) প্রকাশ জয় ছদাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রোয়াজির পাড়া এলাকার মো: নুরুল ইসলামের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, গ্রেফতারকৃত আসামী আবদুর রহিম জয়ের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। বিস্ফোরক পদার্থ আইনের মামলায় শনিবার পুলিশ পাহারায় চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।