আজ : শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

বালু তোলা বন্ধে অভিযান, ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইষে সাঙ্গু নদী থেকে বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযানে গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা করেছে অবৈধ বালু ব্যবসায়ীরা। এসময় বালু উত্তোলনে জড়িত এক ব্যক্তিকে আটক করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ড প্রাপ্ত ব্যক্তির নাম মোঃ সবুজ। সে ভোলার চর ফ্যাশন এলাকার কবির মাঝির ছেলে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমিলাইষ ১নং ওয়ার্ডের সাঙ্গু নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে অবৈধ বালু উত্তোলনে জড়িতরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে হামলার চেষ্টা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ।
ফারিস্তা করিম বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় সঙ্গে ছিলেন আনসার, পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে দীর্ঘ দিন ধরে সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে বাল্কহেড ও ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলে আসছে একটি চক্র। বাল্কহেডে করে নিয়ে এসব অবৈধ বালু বিভিন্ন এলাকায় চড়া দামে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। বিভিন্ন সময়
অভিযান পরিচালনা করে বালু জব্দ, একাধিকবার জেল জরিমানা করেও কোনোভাবেই থামানো যাচ্ছে না নদী থেকে অবৈধ বালু উত্তোলন। বালু উত্তোলনের ফলে নদীর বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হয়। এতে নদীর তীরের শত শত পরিবার নিঃশ হয়ে অন্যত্রে চলে গেছে।
স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় নৌকায় আমিলাইষে সাঙ্গু নদীতে অভিযানে যায় প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে বাল্কহেড ও ড্রেজার সরাতে থাকেন অবৈধ বালু ব্যবসায়ীরা। ম্যাজিস্ট্রেটের অভিযানে ক্ষিপ্ত হয়ে বালু খেকোরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করার চেষ্টা করে।

এসময় কোনো ড্রেজার মেশিন জব্দ করতে না পারলেও একজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে আমিলাইষে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। নৌকা নিয়ে ম্যাজিস্ট্রেট সেখানে গেলে বালু উত্তোলনে জড়িতরা সরকারি কাজে বাধা প্রদান, ইটপাটকেল নিক্ষেপ হামলার চেষ্টা করেন। এঘটনায় একজনকে আটক করে সাজা দেওয়া হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা ও দ্রুত আইনের আওতায় আনা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ