আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার (২৫-২৬) সেশনের উপজেলা কমিটি চুড়ান্ত

এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করার নিমিত্তে প্রতি বছর বিভিন্ন কমিটি নবায়ন করে থাকে। তারই ধারাবাহিকতায় সারা দেশের মতো মীরসরাই উপজেলাও ( ২৫-২৬ ) সেশনের পূর্ণাঙ্গ কমিটি চুড়ান্ত করা হয়েছে।

এ উপলক্ষে মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে সংগঠনের স্থানীয় কার্যালয়ে উপজেলা শুরার এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা নব নির্বাচিত সেক্রেটারি জনাব আব্দুল জব্বার।

 

উক্ত বৈঠকে ২৫-২৬ সেশনের জন্য মনোনিত কর্মপরিষদ সদস্যবৃন্দ হলেন যথাক্রমে উপজেলা আমির জনাব মাওলানা নুরুল কবির, উপজেলা সেক্রেটারি জনাব মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন, সহকারী সেক্রেটারি জনাব মাওলানা শিহাব উদ্দীন, বায়তুলমাল সেক্রেটারি জনাব মাওলানা নিজাম উদ্দীন, প্রশিক্ষণ সেক্রেটারি জনাব আবু বকর, অফিস, প্রচার, প্রকাশনা ও মিডিয়া সেক্রেটারি জনাব অধ্যাপক শফিকুল আলম সিকদার,শ্রমিক কল্যাণ সেক্রেটারি জনাব নুরুল ইসলাম টিটু, উলামা বিভাগীয় সেক্রেটারি জনাব মাওলানা আলা উদ্দীন, শিল্প বাণিজ্য ও তথ্য প্রযুক্তি বিষয়ক সেক্রেটারি জনাব মাওলানা হাফেজ একরামুল হক, যুব ক্রীড়া, সমাজসেবা ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ক সেক্রেটারি জনাব লোকমান হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি জনাব সিরাজুল ইসলাম।

 

এসময় প্রধান অতিথি তাঁর নাতিদীর্ঘ বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে মনোনীত দায়িত্বশীল সহ উপস্থিত সকলকেই আত্মনিবেশ করার পরামর্শ দেন। একে অপরের সাথে ভ্রাতৃত্ব বোধ বজায় রেখে এবং ভিন্ন সংগঠনের সাথে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক গড়ে নিজেদের সাংগঠনিক কাজ এগিয়ে নেয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি। তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা দুনিয়াতে কাউকে খুশি করার জন্য বা দুনিয়ার কারো ভয়ে কাজ করে না। বরং একমাত্র আল্লাহর ভয়ে তাঁকে রাজী-খুশি করানোর জন্যই দ্বীন প্রচারের মাঠে নিজেদের জান ও মাল বিলিয়ে দেয় অকাতরে।

৩ ডিসেম্বর, ২০২৪ বাদ মাগরিব হতে আরম্ভ হওয়া উক্ত বৈঠক দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং মীরসরাইয়ের কর্মী সমাবেশে সন্ত্রাসী হামলায় আহত জামায়াতের বিভিন্ন স্তরের ১১ কর্মীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ