
চট্টগ্রামের সাতকানিয়ায় জমকালো আয়োজনে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ সম্পন্ন হয়েছে। বুধবার রাতে উপজেলা প্রশাসনের নবনির্মিত স্মার্ট প্লে-গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্মার্ট প্লে-গ্রাউন্ডে আয়োজন করা হয়।সন্ধ্যা ৭টার সময় অতিথিদের নিয়ে ফিতা কেটে প্লে-গ্রাউন্ড মাঠে প্রবেশ করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।

পরে জাতীয় সংগীত, থিম সংগীত, উদ্বোধনী বক্তব্য ও টুর্নামেন্টের ট্রফি উদ্বোধন শেষে উদ্বোধনী ম্যাচ শুরু হয়।
পুলিশ পাইওনিয়ার্স বনাম এলজিইডি লায়ন্সের উদ্বোধনী ম্যাচে (৭-০) গোলে হেরে যান এলজিইডি লায়ন্স টিম। প্রথম পাঁচ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন পুলিশ পাইওনিয়ার্স। সুযোগ কাজে লাগিয়ে সাতটি গোল করলেও বারবার টার্গেট মিস হয়ে শূন্য গোলে মাঠ ছাড়েন এলজিইডি লায়ন্স টিম। এদিকে প্রথম ম্যাচে দুরন্ত জয়ে উল্লাসে মেতে উঠেন পুলিশ পাইওনিয়ার্স টিম।
উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১৬ টি টিম অংশগ্রহণ করবে। তন্মধ্যে ১৪ টি সরকারি প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে দুইটি বেসরকারি প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছে। বেসরকারি দুইটি প্রতিষ্ঠান হচ্ছে সাতকানিয়া প্রেস ক্লাব (জার্নালিস্ট) টিম ও আশ-শেফা ভিক্টোরিয়ার্স। আগামী ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, সেনাবাহিনীর লেফটেন্যান্ট আশরান ওয়াহিদ ঋভু, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর মো: ওয়াজেদ আলী, পৌর নায়েবে আমির মো: শাহ আলম,সাবেক কাউন্সিলর নেছার উদ্দিন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাতকানিয়া প্রেসক্লাব আহবায়ক শহীদুল ইসলাম বাবর, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো আমিন,সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন,আইসিটি অফিসার আনোয়ার পলাশসহ সরকারি অফিসের অফিসার ও সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।













