সাতকানিয়া সংবাদদাতা :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আওয়ামীলীগ কর্মী মো. দেলোয়ার হোসেন মারা গেছেন।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত দেলোয়ার হোসেন সাতকানিয়ার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি ৮ নম্বর ওয়ার্ড আলী চাঁন পাড়া এলাকার মৃত আহমদ হোসেন ছেলে। তিনি আওয়ামী লীগের স্থানীয় কর্মী হিসাবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন দেলোয়ার।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত দেলোয়ারকে দক্ষিণ চরতি এলাকা থেকে পশ্চিম আমিলাইষ এলাকায় নিয়ে এসে শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে সড়কের পাশে রেখে চলে যায়।
স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।
সাতকানিয়া থানার ওসি মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এঘটনায় এখনো পর্যন্ত কেউ মামলা করেনি। অভিযোগ পেলে এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।