সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে রায়হান (৩) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) আনুমানিক দুপুর সোয়া ১২টার সময় উপজেলার ছদাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মনোহর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মোহাম্মদ রায়হান (৩) ছদাহা ৭নং ওয়ার্ড মনোহর চৌধুরী পাড়ার বাসিন্দা সাহাব উদ্দীনের ছেলে।
জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে পানিতে ডুবে শিশুটি। পরে চারদিকে খুঁজতে গিয়ে পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় এবং একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
শিশু রায়হানের চাচা রমিজ উদ্দিন জানান, শিশুটিকে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করলে একপর্যায়ে পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় এবং মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম জানান, কেউ না থাকা অবস্থায় দুপুর সোয়া ১২ টার সময় বাড়ির আঙ্গিনায় পুকুরের পানিতে ডুবে পেট ভরে পানি খেয়ে ভেসে উঠে। পরে এক বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পড়েছেনঃ ৫৬