
প্রতিবেদক, সাতকানিয়া :
চট্টগ্রামের সাতকানিয়ায় অনুমোদন না নিয়ে লোগো ও মার্ক ব্যবহার করায় ৩ বেকারি মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংশ্লিষ্ট ধারায় আনুফকিরের দোকান এলাকার এস.এ ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার, কানু পুকুর পাড় এলাকার নজির বেকারীকে ১৫ হাজার, কর্মকারভাঙ্গার নিউ ঢাকা বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো: খাইরুল ইসলাম, থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, অনুমোদন ছাড়া লোগো ও মার্ক ব্যবহার করার অপরাধে ৩ টি মামলায় তিন বেকারিকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
দেশচিন্তা/ আইই