আজ : মঙ্গলবার ║ ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঢাবি সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কমিটিকে ছাত্রশিবিরের শুভেচ্ছা

ঢাকা ব্যূরো : ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত সমিতি কার্যালয়ে ছাত্রশিবিরের একটি প্রতিনিধিদল সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সাংবাদিকবৃন্দকে নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করেন ছাত্রশিবিরের দায়িত্বশীলবৃন্দ।

 

এর আগে সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডুজার কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহি সভাপতি ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোতাহার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

সৌজন্য সাক্ষাৎ পরবর্তী মতবিনিময়ে ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম সদ্য সংঘটিত গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ছাত্রশিবির সচেষ্ট থাকবে এই অঙ্গীকার ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ