
সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওঁচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকায় সন্ত্রাসী হামলায় এক যুবক গুরতর আহত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ৭ টার দিকে এওঁচিয়া ইউনিয়নের চূড়ামনি পাক্কা দোকান এলাকায় এঘটনা ঘটে।
আহত যুবক মোহাম্মদ রিফাত (৩৩) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাস্টার বাড়ি এলাকার নুরুল কবিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরতর আহত রিফাত বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । অস্ত্রের আঘাতে তার চোখে গুরতর জখম হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়েছেনঃ ১২৫