মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :
সাতকানিয়া উপজেলা প্রশাসন এবং কুইক রেসপন্স টিম সাতকানিয়ার উদ্যোগে আয়োজিত ‘Skill Sprint Basic Computer Training ‘-এর দ্বিতীয় ব্যাচের শুভ উদ্বোধন হয়েছে।
সাতকানিয়া পৌরসভার ২৫ জন যুবদের নিয়ে সফলভাবে ১ম ব্যাচটি সম্পন্ন করার পর মঙ্গলবার (২৯অক্টোবর) সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ কম্পিউটার ল্যাবে বেসিক কম্পিউটার প্রশিক্ষণে ২য় ব্যাচটির উদ্বোধন করা হয়েছে।
এই উদ্যোগের লক্ষ্য হলো যুবদের দক্ষতা বৃদ্ধি এবং বেকারত্ব দূরীকরণে সহায়তা করা। কুইক রেসপন্স টিম ও উপজেলা প্রশাসনের যৌথ প্রয়াসে নতুন দিগন্তে পা রাখছে সাতকানিয়ার তরুণ প্রজন্ম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নিবার্হী অফিসার জনাব মিল্টন বিশ্বাস, সহকারী প্রোগ্রামার জনাব আনোয়ার পলাশ, অধ্যক্ষ, মোহাম্মদ রুহুল কাদের সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ এবং কুইক রেসপন্স টিমের সদস্যরা ।
সাতকানিয়া উপজেলা নিবার্হী অফিসার জনাব মিল্টন বিশ্বাস বলেন, দক্ষ ও আত্মনির্ভরশীল ভবিষ্যৎতের লক্ষে এই কম্পিউটার ট্রেনিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়েছেনঃ ৭১