
সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : গ্রীষ্মের তাবদাহে অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় বৃষ্টির প্রহর গুনছেন মানুষ। তীব্র গরম থেকে পরিত্রাণের জন্য
আল্লাহর সন্তুষ্টি অর্জনে বৃষ্টির জন্য দোয়া করেছেন কুমিল্লার মুরাদনগরের মুসল্লিরা। সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে খোলা আকাশের নিচে দোয়া করা হয়।
দোয়ায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডক্টর আহসান আলম সরকার কিশোর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় মুসল্লীরা। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব।
পড়েছেনঃ ১৫৩