
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া পৌরসভার দেওয়ানহাট বাজারে আজ ১৪ মার্চ তারিখ দুপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য, মূল্য তালিকা, মজুদ ইত্যাদি তদারকি করা হয়।
দোকানিদেরকে রমজান মাসে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়। এসময় দুটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় কবির হোসেন, পিতাঃ সাচি মিয়া, গোয়াজর পাড়া, সাতকানিয়া পৌরসভা এবং মোঃ কায়সার, পিতাঃ মোঃ ইদ্রিস, গোয়াজর পাড়া, সাতকানিয়া পৌরসভাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।