আজ : শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

মহেশখালীতে দ্রব্যমূল্যের উধ্বর্গতি ঠেকাতে ইউএনও এসিল্যান্ডের অভিযান

সরওয়ার কামাল মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : মহেশখালীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ১৩ মার্চ (বুধবার) দুপুরে কালারমারছড়া বাজারে ও বিকালে উপজেলার গোরাকঘাটা বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তাছবির হোসেন।

 

এ সময় তিনি মুদির দোকান, ফলের দোকান, সবজির বাজার ও বিভিন্ন ব্যবসায়ীদের দোকানে অভিযান চালান। অভিযানে মূল্যতালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্য আদায় করায় কালারমারছড়ার তিন অসাধু ব্যবসায়ী এবং গোরাকঘাটা বাজারে একই কায়দায় তিন অসাধু দোকানিসহ মোট ছয় ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। আর দুই বাজারে পৃথক ৬টি মামলা দেওয়া হয়েছে। এ সময় মূল্য তালিকা না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

 

সহকারী কমিশনার মোহাম্মদ তাছবির হোসেন বলেন, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থীতিশীল করতে চায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মীকি মারমার নির্দেশ অনুসারে রমজান জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ