আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

একুশের প্রথম প্রহরে চট্টগ্রমে শহীদদের স্মরণ

দেশচিন্তা ডেস্ক : রাত ঠিক ১২টা বাজতেই বিউগলে বেজে উঠলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শহীদদের শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় সালাম। এরপর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধার্ঘ্য অর্পণের আনুষ্ঠানিকতা শুরু।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরুতে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এরপর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ, মহানগর যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
বুধবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

 

তাদের পরে চট্টগ্রাম মিউনিসিপাল স্কুল, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ