
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. শাহাদাত হোসেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেন।
রাহাত্তারপুল থেকে শুরু করে চাঁন্দগাও পুকুর পাড়, সুরভী আবাসিক, হাটখোলা, ফুলকলি এসব এলাকায় দিনব্যাপী প্রচারণা চালান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুসাদ্দিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সৈকত দত্ত, স্মার্ট বাংলাদেশের বাকলিয়া থানার আহবায়ক সাজ্জাদ হোসেন, কেন্দ্র ভিত্তিক নির্বাচনী টিম কমিটির বাকলিয়া সরকারি কলেজ শাখার আহবায়ক কমিটির সদস্য মনির হোসেন রাকিব, সাইফুল আজিম রিয়াদ, মোহাম্মদ আল আমিন, সাকিব আল হাসান, ফরহাদুল ইসলাম জিশান সহ প্রমুখ।
প্রফেসর শাহাদাত গণসংযোগকালে বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহার বাস্তবায়নে তরুণ প্রজন্মের স্মার্ট প্রতিনিধি ব্যারিস্টার মহিবুল হাসানকে নৌকা মার্কায় মূল্যবান ভোট প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে সকলের ভূমিকা রাখতে হবে।
তিনি আগামী ৭ জানুয়ারি স্বপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে সকলকে নৌকায় ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন।