আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ভরসায় ভোট যুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছি,পটিয়ায় গণসংযোগে ইলিয়াস

ফারুকুর রহমান বিনজু, পটিযা (চট্টগ্রাম) প্রতিনিধি : সুষ্ঠু,শান্তি-শৃঙ্খলা ও অংশ গ্রহনমূলক পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি উপর আত্মা-বিশ্বাস ও ভরসা রেখেই দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে অংশ নিয়েছেন মোহাম্মদ ইলিয়াস।

 

এ ভোট যুদ্ধে অংশ গ্রহন করে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি তুখোড় সাবেক ছাত্রনেতা,তীর মার্কা মসল্লা কোম্পানির পরিচালক, পটিয়া বিসিক শিল্প নগরী শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সহ বিভিন্ন সংগঠনের পদবীর ঝুড়ি। স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস প্রতীক বর্রাদ্দের পর থেকে সারা পটিয়ায় সাড়া ফেলে ও উৎসাহ উদ্দীপনার ঝড় বইছে।

 

স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস বলেন,পটিয়া বিভিন্ন এলাকায় ব্যাপক ট্রাক প্রতীকের সমর্থনে গনসংযোগ চালিয়ে যাচ্ছি। এমনকি পাড়া-মহল্লা,গ্রাম-গন্জ,অলি-গলি, মাঠে ময়দানে চষে বেড়াছি। এ ভোট যুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী ইলিয়াস। আরও বলেন,আমার বাবা আলহাজ্ব মুন্সি মিয়া কোম্পানি তার প্রতিষ্ঠিত অসংখ্য শিল্প প্রতিষ্টানে হাজার হাজার লোকজন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি, স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান সহ গরীব দুঃখী অসহায় লোকজনে মাঝে সহায়তা হাত বাড়িয়ে দেওয়া সহ শিক্ষাক্ষেত্রে ও অবদান রাখেছেন আমার বাবা। এবং বাবার দেখানো পথে হেটে পটিয়ার মানুষের সেবা করা তথা আধুনিক শহর গড়ে তুলায় একমাত্র লক্ষ্য।

 

সেই লক্ষ্যকে মনে প্রানে ধারণ করে এ আসন থেকে ইলিয়াস। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। ইলিয়াস আরও বলেন, ২০১৪ ও ১৮ সাল মতো নির্বাচন হবে না বলে প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি দিয়েছেন। তার প্রতিশ্রুতি উপর আত্মা-বিশ্বাসের ভরসা রেখেই নির্বাচনে এসেছি। ভোটাররা আমার নেতৃত্বে শ্রদ্ধাশীল ও আমার কাজে মুল্যায়ণ করবেন। মাঠে সক্রিয় রয়েছি।

 

আমি নির্বাচিত হলে ইয়াবা, মাদক, কিশোর গ্যাং, চাদাঁবাজ, পরিবারতন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব। কাউকে নৈরাজ্যে সৃষ্টি করতে দেওয়া হবে না। পটিয়ার হারানো গৌরব ফিরিয়ে আনব ও স্মার্ট পটিয়া গড়ে তুলব। ৭ জানুয়ারি প্রমাণ হবে আমার বিজয় নিশ্চিত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ