
ফারুকুর রহমান বিনজু, পটিযা (চট্টগ্রাম) প্রতিনিধি : সুষ্ঠু,শান্তি-শৃঙ্খলা ও অংশ গ্রহনমূলক পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি উপর আত্মা-বিশ্বাস ও ভরসা রেখেই দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে অংশ নিয়েছেন মোহাম্মদ ইলিয়াস।
এ ভোট যুদ্ধে অংশ গ্রহন করে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি তুখোড় সাবেক ছাত্রনেতা,তীর মার্কা মসল্লা কোম্পানির পরিচালক, পটিয়া বিসিক শিল্প নগরী শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সহ বিভিন্ন সংগঠনের পদবীর ঝুড়ি। স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস প্রতীক বর্রাদ্দের পর থেকে সারা পটিয়ায় সাড়া ফেলে ও উৎসাহ উদ্দীপনার ঝড় বইছে।
স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস বলেন,পটিয়া বিভিন্ন এলাকায় ব্যাপক ট্রাক প্রতীকের সমর্থনে গনসংযোগ চালিয়ে যাচ্ছি। এমনকি পাড়া-মহল্লা,গ্রাম-গন্জ,অলি-গলি, মাঠে ময়দানে চষে বেড়াছি। এ ভোট যুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী ইলিয়াস। আরও বলেন,আমার বাবা আলহাজ্ব মুন্সি মিয়া কোম্পানি তার প্রতিষ্ঠিত অসংখ্য শিল্প প্রতিষ্টানে হাজার হাজার লোকজন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি, স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান সহ গরীব দুঃখী অসহায় লোকজনে মাঝে সহায়তা হাত বাড়িয়ে দেওয়া সহ শিক্ষাক্ষেত্রে ও অবদান রাখেছেন আমার বাবা। এবং বাবার দেখানো পথে হেটে পটিয়ার মানুষের সেবা করা তথা আধুনিক শহর গড়ে তুলায় একমাত্র লক্ষ্য।
সেই লক্ষ্যকে মনে প্রানে ধারণ করে এ আসন থেকে ইলিয়াস। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। ইলিয়াস আরও বলেন, ২০১৪ ও ১৮ সাল মতো নির্বাচন হবে না বলে প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি দিয়েছেন। তার প্রতিশ্রুতি উপর আত্মা-বিশ্বাসের ভরসা রেখেই নির্বাচনে এসেছি। ভোটাররা আমার নেতৃত্বে শ্রদ্ধাশীল ও আমার কাজে মুল্যায়ণ করবেন। মাঠে সক্রিয় রয়েছি।
আমি নির্বাচিত হলে ইয়াবা, মাদক, কিশোর গ্যাং, চাদাঁবাজ, পরিবারতন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব। কাউকে নৈরাজ্যে সৃষ্টি করতে দেওয়া হবে না। পটিয়ার হারানো গৌরব ফিরিয়ে আনব ও স্মার্ট পটিয়া গড়ে তুলব। ৭ জানুয়ারি প্রমাণ হবে আমার বিজয় নিশ্চিত।