
সাতকানিয়া সংবাদদাতা : আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৫ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভীর নৌকার ব্যাপক প্রচারণায় প্রতিনিয়ত মাঠে রয়েছেন বিপুলসংখ্যক নেতাকর্মী।
নৌকার জয় নিশ্চিত করতে ড. আবু রেজা নদভীর সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরী নৌকার প্রচারণায় গিয়ে চরতি ইউনিয়নে হামলার শিকার হয়েও আবারও ব্যাপক প্রচারণায় নেমেছেন।তিনি সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সমর্থকদের নিয়ে মাঠে রয়েছেন।
অন্যদিকে, ড.আবু রেজা নদভীর শ্যালক চরতি ইউনিয়নের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী তার ইউনিয়নের বিপুল নেতাকর্মী সমর্থকদের নিয়ে প্রথম থেকেই মাঠে রয়েছেন। মাঝখানে হামলার শিকার হয়ে হাসপাতালে অবস্থান করেন। এরপর আজ ২৯ ডিসেম্বর আবারও পুরোদমে নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নদভীর শ্যালক মো: রুহুল্লাহ চৌধুরী আজ চরতি ইউনিয়নের তালগাওঁ, তুলাতুলিসহ বিভিন্ন গ্রামে নৌকার ব্যাপক প্রচারণা চালিয়েছেন।
অপরদিকে, নদভীর মেয়ে জাইমা তারান্নুমও বাবার নৌকার প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন। গ্রামের প্রত্যন্ত এলাকায় হেঁটে হেঁটে গিয়ে নৌকা মার্কায় সমর্থন চাচ্ছেন ভোটারদের।
তিনি বিগত ছয়দিন থেকেই নির্বাচনী এলাকায় বিপুল জনসম্মুখে পিতার নৌকা মার্কায় ভোট প্রত্যাশা করে যাচ্ছেন। তিনি উপজেলার এওচিয়া, মাদার্শা, রুপনগরসহ বিভিন্ন এলাকায় গিয়েছেন ভোটারদের কাছে।
উল্লেখ্য, নৌকার মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দীন নদভী বিগত দুবারের নৌকার মনোনীত এমপি। তিনি ২০১৩ ও ২০১৮ সালে নৌকা পেয়ে জয়লাভ করেন। এবারও তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন।