আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অক্সিজেনে ‘জুয়ার ফাঁদে’ মোবাইল ছিনতাই, অক্সিজেনে গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের বায়েজিদে বোনের বাসায় কক্সবাজার থেকে
বেড়াতে আসেন সাইফুল ইসলাম (২২)। একদিন থেকে পরের দিন বাড়ি ফিরতে বাসা থেকে বের হয়েই পড়েন ছিনতাইকারীর কবলে। ভুক্তভোগী সাইফুলকে ‘জুয়ার ফাঁদে’ ফেলে কৌশলে মোবাইল ছিনতাই করে নেয় তারা। পরে ভুক্তভোগীকে নিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

(১৭ ডিসেম্বর) রোববার রাত ৯টার দিকে অক্সিজেন মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি।
গ্রেপ্তার দুইজন হলেন- মো. ফোরকান (৪৫) ও মো. ইব্রাহিম (৩৫)। এরমধ্যে ফোরকান বায়েজিদ বোস্তামীর মধ্যম শহিদ নগর এলাকার পেয়ার আহম্মদের ছেলে এবং ইব্রাহিম একই এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী সাইফুল ইসলাম একজন দিনমজুর। সে গত ১৬ ডিসেম্বর কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রাম নগরের বায়েজিদের অক্সিজেন পাঠান পাড়ায় বোনের বাসায় বেড়াতে আসেন। পরেরদিন রবিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে চলে যাওয়ার জন্য বের হলে পাঠান পাড়ার মাতৃস্নেহ মুদি দোকানের সামনে তিনজন যুবক তাকে জুয়া খেলতে বাধ্য করে। এ সময় ভুক্তভোগী সাইফুল তাদের কথা রাজি না হলে এক পর্যায়ে ওই তিন যুবক ছোরার ভয় দেখিয়ে পকেটে থাকা একটি স্মার্টফোন ও নগদ ১ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

পরে এ ঘটনায় রবিবার দুপুরে বায়েজিদ বোস্তামি থানায় অভিযোগ করলে অভিযানে নামে পুলিশ। অভিযানের এক পর্যায়ে রাত ৯টার দিকে অক্সিজেন এলাকায় ভুক্তভোগীর শনাক্তমতে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘ভুক্তভোগীকে জুয়ার (তিন তাস) খেলাতে বাধ্য করে তিন যুবক। এতে সাইফুল সম্মতি না দিলে ছোরার ভয় দেখিয়ে পকেটে থাকা একটি স্মার্টফোন এবং নগদ এক হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে ভুক্তভোগীর শনাক্তমতে দুইজনকে গ্রেপ্তার করা গেলেও একজন পলাতক রয়েছেন তাকে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জুয়া খেলায় বাধ্য করে কৌশলে মোবাইল ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে গ্রেপ্তার দুই আসামি। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আজ (সোমবার) আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের মধ্যে ফোরকানের বিরুদ্ধে বায়েজিদ থানার দুইটি এবং ইব্রাহিমের বিরুদ্ধে বায়েজিদ থানার একটি মামলা আদালতে বিচারাধীন বলে জানিয়েছেন ওসি সঞ্জয় কুমার সিনহা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ