
থানচি (বান্দরবান) প্রতিনিধি
উপজেলার বলিপাড়া ইউনিয়নের দিংতে পাড়ার সারি ম্রো (৮) নামে এক শিশু নদিতে ডুবে মৃত্যু বরণ করেন।
শিশুটির দাদিমা ক্রাকাই ম্রো (৬০) সাংবাদিকদের জানান দুপুরে সাঙ্গু নদিতে সারি ম্রো (৮) এবং মাথি ম্রো (৭) মিলে নদিতে শামুক কুড়াতে যায় কুড়াতে কুড়াতে তারা কনজৈ পাড়া নামক জায়গায় পৌছে সেখানে খেলতে খেলতে হারিয়ে যায় তাকে খুজে না পাওয়ায় পাড়াতে খবর দেওয়া হলে পাড়ার লোকজন এসে খুজঁতে খুজঁতে নদিতে ডুবে যাওয়া সারি ম্রো এর মৃতদেহ পানি থেকে উদ্বার করে।
এই বিষয়ে ঘটনার তদন্তকারি থানচি থানার এসআই সাইফদ্দিন মোহাম্মদ শাওন থেকে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অপমৃত্যু বলে প্রমান হওয়ায় ময়না তদন্তের প্রয়োজন হয়নাই। এই বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে যার নং ২/৭/২১
পড়েছেনঃ ৩৯৫