
বান্দরবান প্রতিনিধি
কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতি বান্দরবান এর উদ্যোগে ৮মে শনিবার বিকাল ৩টায় বান্দরবান জেলা প্রশাসক অফিস প্রাঙ্গনে ১০০জন গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সভাপতি ও বান্দরবানের জেলা প্রশাসক মোঃ ইয়াছমিন পাভীন তিবরীজি। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: লুৎফুর রহমান, কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান পরিষদের নির্বাহী সদস্য ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান পরিষদের নির্বাহী সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ মাহাবুবুর রহমান। কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সেক্রেটারী মোহাম্মদ ইসহাক এর সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সহ-সভাপতি মাওলানা দলিলুর রহমান আনচারী। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির নির্বাহী সদস্য ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মোঃ ওসমান গণি, কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির নির্বাহী সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম, কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির নির্বাহী সদস্য মোঃ নাজিম উদ্দীন, কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতি বান্দরবান এর নির্বাহী সদস্য ও মিডিয়া ব্যাক্তিত্ব সাংবাদিক মোহাম্মদ আলী, রশিদ আহামদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতির কার্যক্রমে জেলা প্রশাসক সন্তো‘ষ প্রকাশ করেন। জেলা প্রশাসক বক্তব্যে বলেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতি ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে আসচ্ছে, আগামীতে সমাজের কল্যাণে প্রতিটি কার্যক্রমের আরো উত্তর উত্তর উন্নতি কামনা করেন। পরে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।