
থানচি( বান্দরবান) প্রতিনিধি
পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলায় কোভিড ১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
৬মে সকাল ১১টার সময় থানচি সদর ইউনিয়নে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ইউনিয়ন সচিব চমউ মারমা এর সার্বিক পরিচালনায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণী এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) তরিকুল ইসলাম। টেক অফিসার ও উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন।সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান চাইসিং উ মারমা,মেম্বার তিংপাও মেম্বার।
অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে ৫শত জন অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে ৫শত টাকা করে প্রদান করা হয়।