আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় সরকারি ত্রাণ নিয়ে বিরোধ, হামলায় আহত ইউপি সদস্যের ছেলের মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ত্রাণ সামগ্রী না পাওয়ার জেরে খুন হয়েছেন এক ইউপি সদস্যের ছেলে। নিহত ওই ছেলের নাম মো. জসিম উদ্দিন (৩৫)। তিনি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইছহাকের ছেলে।

শনিবার (১ মে) রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চনা সৈয়দপাড়া (কসাই পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (৪ মে) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়, পুলিশ ও থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, সরকারিভাবে বরাদ্দ পাওয়া ত্রাণ সামগ্রী গত এক সপ্তাহ ধরে তালিকা করে এলাকার অসহায় ৭০ পরিবারের মধ্যে বণ্টন করেন ইউপি সদস্য মো. ইছহাক। তালিকায় নাম না থাকায় ত্রাণ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই এলাকার শমসু মিয়া প্রকাশ জুনুর ছেলে খলিলুর রহমান (৩৫) চেয়ারম্যান ও ইউপি সদস্যকে নাম ধরে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দেয়।

মামলা সূত্রে আরও জানা যায়, বিষয়টি জানার পর ইউপি সদস্য গত (২৬ এপ্রিল) সোমবার সন্ধ্যায় ওই যুবককে ডেকে বকাবকি করেন ও তার বাবা-মাকে সাবধান করেন। এতে ক্ষিপ্ত হয়ে খলিল গত শনিবার গভীর রাতে বাড়ির পাশ দিয়ে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে ব্যবসায়ীক কাজে যাওয়ার পথে তার ছেলে জসিমকে আটকে রেখে আরও ৭ থেকে ৮ জনকে সঙ্গে নিয়ে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে জসিম গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে নগরের একটি বেসরকারি হাসপাতালে জসিম মারা যান।

নিহতের পিতা ইউপি সদস্য মো. ইছহাক সাংবাদিকদের বলেন, সরকারি বরাদ্দের ত্রাণ সামগ্রী দুস্থদের মাঝে বিতরণ করেছি। জুনু’র মাদকাসক্ত ছেলে খলিল ত্রাণ না পেয়ে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে মাথায় কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আহত জসিম ও খলিল দুজনই কসাই। তাদের উভয়ের মধ্যে বিরোধ চলছিল। গত ১ মে  এই ঘটনাটি ঘটে। ঘটনার দিনই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত আছে। আশাকরি খুব দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ