
থানচি (বান্দরবান) প্রতিনিধি
করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মত উপজেলা পরিষদ হলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২১।
৮ই মার্চ সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয় উদ্যোগে কার্যালয়ের অফিস সহকারি এমরান হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্টিত নারী দিবসে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনী ওসমান প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা এবং উভয়ের সহধর্মিনীঘন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসাবে মহিলা ভাইস চেয়ারম্যান নূমৈ প্রু মারমা । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ।পিআই ও মোঃ তরিকুল ইসলাম।
সাংবাদিকবৃন্দ বিভিন্ন পাড়া গ্রাম থেকে আগত নারী পুরুষ সহ উপজেলাধিন বিভিন্ন দপ্তর এবং এনজিও প্রতিষ্টানের কর্মকর্তা ও কর্মচারী অনুষ্টানে অংশগ্রহন করেন।