আজ : শনিবার ║ ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

কনকনে শীতের মাঝেও কর্মব্যস্ততায় পাহাড়ের মানুষ

 

থানচি (বান্দরবান) প্রতিনিধি :

ভোর সকাল কিংবা দুপুর ঘনিয়ে বিকেল আকাশের পানে থাকালে বুঝা মুশকিল সময় এখন কখন!
কুয়াশার চাদরে ডাকা পাহাড় পর্বত গ্রাম সড়ক যেন দেখে মনে মেঘে ভরা পাহাড় আকাশ থেকে হয়তো আসিবে এখনি বৃষ্টি আসলে কিন্তু তা নই।
বলছিলাম পাহাড়ী কন্যা খ্যাত সুন্দরের লিলাভুমি থানচি উপজেলার কথা শীতের কারনে অনেকে রাত্রীতে বাড়িতে থেকে হাড়ি পাতিল কিংবা পাত্রের মধ্যে আগুন জ্বালিয়ে শীতের তিব্রতা থেকে বাচঁতে আগুন পোহাতে দেখা গেছে জনজীবন এক প্রকার বিপর্যস্থ হতে চলছে।
তবে থেমে নেই শীতের মাঝে জীবন চলার পথ শীতকে উপেক্ষা করে সাপ্তাহিক হাটের দিন নিজেদের উৎপাদিত তরিতরকারি বিক্রি করতে আসা মানুষগুলোর কষ্টের যেন শেষ নেই।হাট বাজার কিংবা বাড়িতে বাড়িতে ভয় আর আতংকের নাম আগুন যেন আলাদিনের ছেরাগের ছোয়া!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ