থানচি (বান্দরবান) প্রতিনিধি :
ভোর সকাল কিংবা দুপুর ঘনিয়ে বিকেল আকাশের পানে থাকালে বুঝা মুশকিল সময় এখন কখন!
কুয়াশার চাদরে ডাকা পাহাড় পর্বত গ্রাম সড়ক যেন দেখে মনে মেঘে ভরা পাহাড় আকাশ থেকে হয়তো আসিবে এখনি বৃষ্টি আসলে কিন্তু তা নই।
বলছিলাম পাহাড়ী কন্যা খ্যাত সুন্দরের লিলাভুমি থানচি উপজেলার কথা শীতের কারনে অনেকে রাত্রীতে বাড়িতে থেকে হাড়ি পাতিল কিংবা পাত্রের মধ্যে আগুন জ্বালিয়ে শীতের তিব্রতা থেকে বাচঁতে আগুন পোহাতে দেখা গেছে জনজীবন এক প্রকার বিপর্যস্থ হতে চলছে।
তবে থেমে নেই শীতের মাঝে জীবন চলার পথ শীতকে উপেক্ষা করে সাপ্তাহিক হাটের দিন নিজেদের উৎপাদিত তরিতরকারি বিক্রি করতে আসা মানুষগুলোর কষ্টের যেন শেষ নেই।হাট বাজার কিংবা বাড়িতে বাড়িতে ভয় আর আতংকের নাম আগুন যেন আলাদিনের ছেরাগের ছোয়া!
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.