
সাতকানিয়া সংবাদদাতা:
পারিবারিক কলহের জের ধরে এক যুবক আত্মহত্যা করেছে চট্টগ্রামের সাতকানিয়ায়। তাঁর নাম মোরশেদুল আলম (৩০)। সে একজন মৌসুমী ফল ব্যবসায়ী। গত শুক্রবার মধ্যরাতে সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কুতুব পাড়ায় এ ঘটনা ঘটে। মোর্শেদ ওই এলাকার লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোরশেদ প্রবাসী ছিলেন। ১ বছর আগে সে দেশে ফেরেন। বর্তমানে সে মির্জাখীল বাংলাবাজার এলাকায় মৌসুমী ফলের ব্যবসা করেন।
সূত্রে জানা যায়, শ্বশুর বাড়ি থেকে মোরশেদ ২০হাজার টাকা পাওনা ছিল। এ নিয়ে স্ত্রীর সাথে মোর্শেদের ঝগড়া হয়। এক পর্যায়ে শুক্রবার রাত সম্ভবত ১০টা থেকে ১১টার মধ্যে সবার অজান্তে গলায় দড়ি লাগিয়ে ঘরের ছাদের লোহার রডের সাথে ঝুঁলে আত্মহত্যার চেষ্টা চালায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন
								
													













