
সাতকানিয়া সংবাদদাতা:
চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার নয়াখাল এলাকায় ১১ অক্টোবর রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোবারক হোসেন (৪৫) সে কুমিল্লার বরুড়ার মহেশপুর গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তি পদুয়া রেঞ্জ অফিসের আওতাধীন ডলু বিট অফিসে কর্মরত।
জানা যায়, মোটরসাইকেলে করে অফিসিয়াল কাজে যাওয়ার তমা গ্রুপের বালু বাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চাকায় পিষ্ট হয়।
দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়েছেনঃ ৩৯৩