
সাতকানিয়া সংবাদদাতা:
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হারুনুর রশিদ প্রকাশ হারুন (৩২)। সে সোনাকানিয়া ইউনিয়নের সাইরতলীর মৃত নুর মোহাম্মদের পুত্র। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সাইরতলী এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পু্লিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত হারুনের বিরুদ্ধে ২টি মাদক ও ৩টি চুরির মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি মামলায় ৩ বছরের সাজা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।
পড়েছেনঃ ৩৪৯