
নিজস্ব প্রতিবেদক: নিহত বৃদ্ধ চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর মেঝ ভাই আবুল ওয়াফা মুহাম্মদ শিহাবুদ্দীন(৬১)।
৯সেপ্টেম্বর বুধবার সকাল ৫ টার দিকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১টা থেকে নিখোঁজ হন এরপর এলাকার চারিদিকে এবং পার্শ্ববর্তী পাহাড় জঙ্গলে খোজাঁখুজি করার পর বুধবার সকাল পাঁচটায় বাড়ীর সামনে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
সাতকানিয়া থানা পুলিশ বলছে, খবর পেয়ে পাহাড় জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেছি বুধবার সকালে বাড়ীর সামনে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে পুকুরের পানিতে পড়ে মারা যান তিনি।
পড়েছেনঃ ৪০৬