
দেশচিন্তা ডেস্ক: তিনি বর্তমানে ওমানের বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, সরোয়ার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের দশম ব্যাচের কেরিয়ারের কূটনীতিক। পেশাদার এ কূটনীতিক ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি এবং জেদ্দায় বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি মহা-পরিচালকসহ (দক্ষিণ পূর্ব এশিয়া) বিভিন্ন পদে কাজ করেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর এবং বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইনস্টিটিউটের (আইসিএবি) অধীনে নিবন্ধ সম্পন্ন করেন। জার্মানিতে কূটনীতিক প্রশিক্ষণ এবং যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্টাডিজের পূর্ব-দক্ষিণ এশিয়া কেন্দ্রের সিনিয়র এক্সিকিউটিভ কোর্স (এনএসএ) পেয়েছেন গোলাম সরোয়ার।
পড়েছেনঃ ৩৯৪