
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে কোভিড শনাক্তের ১৮৫তম দিনে ৯২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫৫ কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৯.৭৭ শতাংশ।এখন পর্যন্ত ১৬ লাখ ৭৫ হাজার ৪৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৪৫৯৩ জন। এপর্যন্ত পুরুষ ৩৪৬০ ও মহিলা ৯৬৮ জন মারা গেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩১ হাজার ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৯৫জন। মোট সুস্থ্য হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯.৭১ শতাংশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১২ জন নারী। শনাক্তের হার ১.৩৯ শতাংশ।
পড়েছেনঃ ৩৫৭