
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬৫৫ জনের নমুনায় ৬৩ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৫৪ জন নগরের ও ৯ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ৩৬২ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত মারা গেছেন ২৭৩ জন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৮ জনের ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে। বিআইটিআইডিতে ২৪৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২১ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের মধ্যে করোনার জীবাণু মিলেছে।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৫৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১১ জনের মধ্যে করোনা পাওয়া গেছে। শেভরণে ৫২ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ জনের করোনা মিলেছে।