আজ : বৃহস্পতিবার ║ ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভোলার তজুমদ্দিনে নদীতে শ্রমিকের লাশ

ভোলার তজুমদ্দিনে জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজের চার দিন পর জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। নিহত হৃদয় (২১) নেত্রকোনার মোহনগঞ্জের জৌনপুর এলাকার আলতু মিয়ার ছেলে।

১৫ মার্চ রবিবার তজুমদ্দিন উপজেলার রামপ্রসাদ সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বেড়ীবাঁধের কাজ করতে জাহাজ থেকে বালি তোলার সময় জোয়ারের চাপে হৃদয় নদীতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজ করার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে রবিবার নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ওসি এসএম জিয়াউল হক বলেন, ‘মেঘনা নদী থেকে নিখোঁজ হওয়া শ্রমিকের লাশ উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কারও কোনও অভিযোগ না থাকায় এখনও মামলা হয়নি।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ