সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় আশাশুনি উপজেলা ছাত্রলীগ সভাপতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৫ মার্চ রবিবার দুপুরে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৮ এর আশাশুনি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব রায় জামিন মঞ্জুর না করে এই আদেশ দেন।
অভিযুক্ত আসমাউল হুসাইন আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি। সে ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
সূত্র জানায়, এলাকার বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত হুসাইন। তার বিরুদ্ধে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস থেকে চাঁদা আদায়, অপহরণ, নারী নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে।
মামলার বাদী সাংবাদিক ও এনজিও কর্মকর্তা জাবের হোসেন অভিযোগ করেন, ২০১৯ সালের ২৯ ডিসেম্বর অভিযুক্ত হুসাইন তার কাছ থেকে ৪৫ হাজার টাকা চাঁদা নেয় এবং জোরপূর্বক তিন শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে তিনি ওই ঘটনায় থানায় মামলা করেন।
পড়েছেনঃ ৩৭৬