আজ : রবিবার ║ ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

শিক্ষা শুধু অর্জন করলে হবেনা তা সমাজের বিস্তার করতে হবে -প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী

দেশচিন্তা ডেস্ক: প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বলেন, প্রতিষ্ঠানে গিয়ে শুধু শিক্ষা অর্জন করলাম তার কোন প্রয়োগ নেই তা হবেনা। অর্জনকৃত শিক্ষা সমাজের প্রতিটি ক্ষেত্রে বিস্তার ঘটাতে হবে। এবং নৈতিকতা বাজায় রাখতে হবে। কোরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষাকে সমাজে বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। তিনি সাতকানিয়া আমিলাইষে ইখওয়ানুল মুসলিমীনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা’ অনুষ্ঠানে এসবকথা বলেন।
তিনি আরও বলেন, , বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়-এটি মেধা, পরিশ্রম ও নৈতিকতার স্বীকৃতি, যা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশে ইখওয়ানুল মুসলিমীনের উদ্যোগে “ইখওয়ানুল মুসলিমীন বৃত্তি প্রদান ও সংবর্ধনা’২৬” শীর্ষক এক আলোচনা সভা ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী।
উদ্বোধক ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি বলেন, শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন প্রজন্মই সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি।

৩১ জানুয়ারি, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে সাতকানিয়ার আমিলাইষ সরওয়ার কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ হোছাইন আশরাফীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কমার্স কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর মোঃ ইউনুছ। এছাড়াও ইখওয়ানুল মুসলিমীন এর উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ