
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার। এ অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে এবং অর্থনৈতিকভাবে সচল করতে হলে ধানের শীষকে বিজয়ী করা ছাড়া কোন বিকল্প নেই। আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষ উন্নয়নের গল্প অনেক শুনেছে, এবার তারা বাস্তব উন্নয়ন চায়। বিএনপিই একমাত্র দল যারা দেশ পরিচালনা করে দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রেখেছে। যারা দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করেছে। আগামীতেও ক্ষমতায় এলে জনগণের সমস্যা ও কষ্ট লাঘবে বিএনপি বদ্ধপরিকর। আমরা শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয় তাদের ভাতের অধিকারও নিশ্চিত করতে চায়। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশকে একটি কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে চায়।
২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বৌবাজার, আফগান মসজিদ, ভরাপুকুর পাড়, দেওয়ানবাজার, মদিনা মসজিদ, শান্তিনগর, বগারবিল, মৌসুমি আবাসিক ও ডিসি রোড এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসংযোগ শেষে তিনি ডি.সি রোড মিয়ার বাপের মসজিদে জুমার নামাজ আদায় করেন। এসময় নেতাকর্মীদের পাশাপাশি এলাকার শত শত নারী-পুরুষ তারা ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানকে সাদরে বরণ করেন এবং স্বতঃস্ফুর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন।
এসময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের ভাই, আপনাদেরই সন্তান। আপনাদের কাছে আহবান, আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। নির্বাচিত হলে আপনাদের সাথে মিলেমিশে এই এলাকার উন্নয়ন করবো এবং বাকলিয়ার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো। বাকলিয়া একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, সরু রাস্তাঘাট, বিশুদ্ধ পানির অভাব, মাদক সহ নানাবিধ সমস্যা রয়েছে। বিএনপি সরকার গঠন করলে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ সংস্কার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বেকারত্ব দূরীকরণ এবং মাদক সমস্যা সমাধানকে অগ্রাধিকারে রাখা হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজউল্লা, মো. মহসিন, মো. সেকান্দর, আমিন মোহাম্মদ, মো. এমরান, এম. এ হামিদ, এমদাদুল হক বাদশা, ইউনুছ চৌধুরী হাকিম, নকিব উদ্দিন ভূইয়া, মহিউদ্দিন মিজান, আব্দুর রহিম, খোরশেদ আলম, আব্দুল কাদের, ইসমাঈল বাবুল, ফরিদুল হক লিটন, জমিরউদ্দিন বাবলু, এম আই চৌধুরী মামুন, নাজমুল হক নাজু, এটি এম ফরিদ, মো. সেলিম, ইসমাঈল লেদু, মো. আনাছ, মো. ইমতিয়াজ উদ্দিন অপু, শহীদ কাজেমী, মো. মাহির, মো. রায়হান প্রমুখ।











