আজ : রবিবার ║ ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

জনগণ এবার আমানত সংরক্ষণ নিশ্চিত করতে দাঁড়িপাল্লায় ভোট দিবে — অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এবং ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, দেশের জনগণের জান-মাল, ঈমান ও আমানত সংরক্ষণ নিশ্চিত করতে জনগণ এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের ভূজপুর ইউনিয়নের কাজিরহাট বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে জনগণ অবিচার, দুর্নীতি ও দুঃশাসনের শিকার। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব। জামায়াতে ইসলামী সেই বিকল্প নেতৃত্ব উপহার দিতে চায়।

তিনি আরও বলেন, ফটিকছড়ির মানুষ শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচার চায়। আমরা ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। জনগণের আস্থা ও আমানতের খেয়ানত জামায়াতে ইসলামী কখনোই করে না। অতীতে আমাদের প্রতিনিধিরা যেভাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ তা অব্যাহত থাকবে।

গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার ও ভূজপুর থানা আমীর মাওলানা জাহাঙ্গীরসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভা শেষে দোয়ার মাধ্যমে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ