দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এবং ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, দেশের জনগণের জান-মাল, ঈমান ও আমানত সংরক্ষণ নিশ্চিত করতে জনগণ এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের ভূজপুর ইউনিয়নের কাজিরহাট বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে জনগণ অবিচার, দুর্নীতি ও দুঃশাসনের শিকার। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব। জামায়াতে ইসলামী সেই বিকল্প নেতৃত্ব উপহার দিতে চায়।
তিনি আরও বলেন, ফটিকছড়ির মানুষ শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচার চায়। আমরা ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। জনগণের আস্থা ও আমানতের খেয়ানত জামায়াতে ইসলামী কখনোই করে না। অতীতে আমাদের প্রতিনিধিরা যেভাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ তা অব্যাহত থাকবে।
গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার ও ভূজপুর থানা আমীর মাওলানা জাহাঙ্গীরসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভা শেষে দোয়ার মাধ্যমে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.